reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২১

শুভদীপ-চিরন্তনের রুদ্র স্মরণ

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রয়াণ দিবসে কলকাতার আবৃত্তিশিল্পী শুভদীপ চক্রবর্তী ও সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জী গান ও কবিতার সমন্বয়ে তৈরি করতে চলেছেন একটি বিশেষ নির্মাণ।

কবির প্রয়াণ দিনে এই নির্মাণ কবিকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করতে চলেছেন এই শিল্পীযুগল।

এছাড়াও ওই একইদিনে শুভদীপ চক্রবর্তীর পরিচালনায় শ্রুতিবৃত্তের পক্ষ থেকে পরিবেশিত হবে অনলাইন অনুষ্ঠান, যার শিরোনাম ‘ভালো আছি ভালো থেকো’। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন সাহিত্যিক আনিসুল হক, আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তিশিল্পী ফারজানা করিম এবং কলকাতা থেকে শিল্পী স্বপ্না দে, শিল্পী শুভদীপ চক্রবর্তী ও শিল্পী চিরন্তন ব্যানার্জী।

অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ১০টায় শ্রুতিবৃত্তের অফিসিয়াল পেজ থেকে। ইতোমধ্যেই শুভদীপের কথায় ও চিরন্তনের সুরে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি হওয়া বেশ কটি গান জনপ্রিয়তা পেয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্মরণ,শুভদীপ চক্রবর্তী,চিরন্তন ব্যানার্জী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close