reporterঅনলাইন ডেস্ক
  ১২ এপ্রিল, ২০২১

করোনা আক্রান্ত ফরিদা পারভীন হাসপাতালে ভর্তি

দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন ৮ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত৷ এই খবর পাওয়া যায় শিল্পীর ছেলের সূত্রে৷

১২ এপ্রিল জানা গেল, তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে। ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত ফরিদা পারভীনের। অক্সিজেনের মাত্রাও কম। তাই তাকে চিকিৎসকের বিশেষ পরামর্শে জরুরি ভিত্তিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ তথ্য নিশ্চিত করে শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানী বলেন, 'সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ রিপোর্টটা হাতে পাওয়ার পর আমরা চিন্তিত হয়ে পড়ি। ডাক্তার যেটা বলেছেন ওনার অক্সিজেন লেভেল বারবার কমে যাচ্ছে। এটাই সমস্যা হয়েছে।

তবে আইসিইউতে নেওয়ার দরকার হয়নি। আম্মা কথাও বলতে পারছেন। তবে যেহেতু ফুসফুস দুর্বল, যেকোনো সময় সমস্যা হতে পারে তাই হাসপাতালে ভর্তি করা।'

সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে ইমাম জানান, ফরিদা পারভীনের যত মুখে খাওয়ার ওষুধ ছিল সব এখন ইনজেকশনে দেয়া হচ্ছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদা পারভীন,করোনা আক্রান্ত,করোনাভাইরাস,কোভিড ১৯
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close