পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ০৫ মার্চ, ২০২১

সুশান্ত কাণ্ড : আদালতে চার্জশিট এনসিবির

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক মামলায় চার্জশিট পেশ করেছে এনসিবি। শুক্রবার বিশেষ এনডিপিএস আদালতে ১২ হাজাবেরও বেশি পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছেন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে। ডিজিটাল ফরমেটেও ৫০ হাজার পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়েছে।

জানা গেছে, ওই চার্জশিটে সুশান্তের বান্ধবী রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীসহ ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে। একই সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ানও জমা পড়েছে। ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে এমএস ধোনি খ্যাত সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এরপরেই বলিউডের মাদক সম্পৃক্ততা প্রকাশ্যে উঠে আসে।

সেপ্টেম্বরে ড্রাগ সম্পৃক্ততার অভিযোগে অভিনেতার বান্ধবী রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। পরে তারা জামিন পেয়ে যান। ইতোমধ্যে এই মামলায় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি কর্মকর্তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুশান্ত সিং,মাদক,এনসিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close