reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২০

সাদেক বাচ্চুর স্ত্রী যা চাইলেন

বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুর পর ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায় সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী। এবার সাদেক বাচ্চুর স্ত্রী শাহনাজ বললেন, আমার স্বামী যা সঞ্চয় রেখে গেছেন তা নিয়ে আমি বাচ্চাকাচ্চা নিয়ে মোটামুটি সুন্দরভাবে চলতে পারবো। ফেসবুকে প্যাথেটিক কথাবার্তা লেখা হচ্ছে তার আমি তীব্র প্রতিবাদ করছি। ফেসবুক মানেই বিকৃত করা। আমি কারো কাছে কিছুই চাই না। শুধু আমি আমার বাচ্চা কাচ্চা ও আমার স্বামীর জন্য দোয়া চাই। দেশবাসীর দোয়া পেলেই আমরা সুন্দরভাবে চলে যেতে পারবো। কথাগুলো গণমাধ্যমের কাছে বলেছেন সদ্য প্রয়াত অভিনেতার স্ত্র।

তিনি আরও বলেন, আমার তিন ছেলে-মেয়ে। তিনজনই মাশাল্লাহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। তিনজনই পড়ে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে। আমি সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে সংসার চালিয়ে নিতে পারবো। আমার কারো আর্থিক সহায়তা প্রয়োজন নেই। আমি বলেছি- দুঃস্থ শিল্পীদের পাশে একমাত্র প্রধানমন্ত্রী দাঁড়ান, কারণ আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আর্থিক সামর্থ্য সেই অর্থে নেই। অনেক ভালো ভালো শিল্পীকেও সহায়তা নিতে হয়। মাশাল্লাহ আমার আর্থিক নয়, শুধু দোয়া দরকার। বাকিটা আমি সামলে নিতে পারবো।

এর আগে ২০১৩ সালে সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সে সময় ইউনাইটেড হাসপাতলে খরচ হয়েছিল ৩০ লাখ টাকা। যা সাদেক বাচ্চুর অবসরের প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা। তার পরেও ফেরানো যায়নি সাদেক বাচ্চুকে। তিন অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

২০১৩ সালে ব্রেনস্ট্রোক করে, লাইফ সাপোর্টে চলে গিয়ে ছিলেন ৯ দিন। সে সময় রিটায়ারমেন্টের টাকা মিলিয়ে ৩০ লাখ টাকা ইউনাইটেড হাসপাতালকে পরিশোধ করতে হয়েছিল। স্বাভাবিকভাবেই এটা একটা বড় অর্থনৈতিক ধাক্কা। তবুও আত্মবিশ্বাসী শাহনাজ বলেন, আমার স্বামীর পেনশনের টাকা ও অন্যান্য গচ্ছিত বিষয়গুলো হিসেব করে দেখেছি, আমরা সাচ্ছন্দেই চলতে পারবো। আমার তিন বাচ্চার জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাদেক বাচ্চু,স্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close