কলকাতা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২০

সালমানকে আদালতে হাজির হতে নির্দেশ

কৃষ্ণসার হরিণ শিকার এবং অস্ত্র আইন মামলায় সালমান খানকে ২৮ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবারই ওই মামলার শুনানিতে হাজির থাকার কথা ছিল বলিউড অভিনেতার। কিন্তু করোনার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন সালমানের আইনজীবী হস্তিমল সারস্বত। তারপরই শুনানি স্থগিত করেছেন বিচারপতি রাঘবেন্দ্র কচ্ছবাহ। তবে ২৮ তারিখ অবশ্যই অভিনেতাকে আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৮ সালের ৫ এপ্রিল দুটি কালো হরিণ শিকারের অভিযোগে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন যোধপুর জেলা আদালতের প্রধান জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট। সিজিএম আদালতের তরফে ১০ হাজার টাকা জরিমানা নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে জেলা ও সেশন কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছিলেন। জামিনে মুক্তি পেয়েছিলেন সালমান

উল্লেখ্য, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্গনিগ্রামে দুটি কালো হরিণ শিকারের অভিযোগ উঠেছিল ভাইজানের বিরুদ্ধে। সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাব্বু ও নীলমের বিরুদ্ধেও অভিযোগ ছিল। তবে প্রমাণ না থাকায় তাদেরকে মুক্তি দিয়েছেন আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সালমান খান,হরিণ শিকার,মামলার শুনানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close