reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২০

করোনায় কাইশ্যাখ্যাত অভিনেতা শিমুরার মৃত্যু

জাপানিজ কৌতুক অভিনেতা কেন শিমুরা। বাংলাদেশে যিনি ‘কাইশ্যা’ নামে ব্যাপক আলোচিত। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই অভিনেতা আর নেই। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছে এনএইচকে ও রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সংবাদ সংস্থা দুটির বরাতে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি টোকিওর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত রোববার সেখানেই তার মৃত্যু হয়। বিষয়টি ৩০ মার্চ প্রথম প্রকাশ করে কেএইচকে।

শিমুরা হলেন দেশটির অন্যতম সেরা কৌতুক অভিনেতা। ৭০-এর দশকে তার যাত্রা শুরু। এরপর নিয়মিত কাজ করে গেছেন। তার ব্যাপক জনপ্রিয়তায় ৯৩ সাল থেকে টিভিতে নিজ নামে শো ও সিরিজ করে আসছিলেন। যার প্রথমটির ইংরেজি নাম ছিল ‘হাউ অ্যাবাউট অ্যা কেন শিমুরা’।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে ‘পোপ্পোইয়া’, ‘দ্য লোরাক্স’, ও ‘ইয়ো-কাই ওয়াচ : দ্য মুভি’। তবে শিমুরার অভিনীত টিভি সিরিজগুলো তাকে কালজয়ী তারকায় রূপ দেয়। এগুলো বাংলাদেশে ডাবিং করে প্রচার হয়েছে। বিশেষত, পাগলা ডিরেক্টর নামের ইউটিউব চ্যানেলে এগুলো ‘কাইশ্যা’ নামে ব্যাপক জনপ্রিয়তা পায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৌতুক অভিনেতা,কাইশ্যা,জাপান,করোনায় মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close