reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০২৩

রাজশাহী সিটি ভোটের ৭৬ কেন্দ্রের ফল : বিপুল ব্যবধানে এগিয়ে লিটন 

ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। আসতে শুরু করেছে ফলাফল। ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৭৯,৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন নাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৭৭৪ ভোট।

এবারের রাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) আগেই নির্বাচন বয়কট করায় মেয়র পদে প্রার্থী তিনজন। তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা) ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল) রয়েছেন।

এবার ২৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১ জন। একটি ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ৪৬ জন প্রার্থী। এখানে ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয়জন। তৃতীয় লিঙ্গের একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীও রয়েছেন।

১৫৫টি কেন্দ্রে ইভিএমে সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ভোটকক্ষ ছিল ১১৫৩টি। ১৪৬৩টি ক্যামেরার মাধ্যমে রাসিক নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করে নির্বাচন কমিশন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী সিটি ভোট,লিটন,খায়রুজ্জামান লিটন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close