reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০২৩

সিলেট সিটি নির্বাচনে ৯০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা

ছবি : সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ প্রাপ্ত ফলাফল ৯০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী এগিয়ে রয়েছেন। মোট ১৯০টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৯০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫৪,৬১০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২০,৫৮৮ ভোট।

এদিকে বুধবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ইভিএমে ধীরগতির কথা জানান ভোটাররা। তবে প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নারী ভোটাররা ইভিএমে ভোট দিতে বিলম্ব করেন। বয়স্কদের আরও বেশি সময় লাগছে। সব কেন্দ্রের ভোট পরিস্থিতি সিসি ক্যামেরায় মনিটরিং করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসিটিভি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটিতে নির্বাচন। এখানে আট মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জানিয়েছেন ভোটাররা।

মেয়র পদে অন্য প্রার্থী হলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা); জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া); মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট); মো. শাহজাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। তাদের মধ্যে নির্বাচন বর্জন করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। নির্বাচন বর্জন করলেও ইভিএমে তার প্রতীক ও নাম রয়েছে।

সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন এবং নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও সিসিক নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট সিটি নির্বাচন,ফলাফল,এগিয়ে নৌকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close