নিজস্ব প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০২৫

রাজধানীতে ইসলামি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজধানীর রূপনগরে অবস্থিত ইসলামি হাইস্কুলে বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।

এসময় সাধারণ শিক্ষার্থী, প্রতিযোগী, শিক্ষক ও অতিথিদের পদচারণায় স্কুলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ৭টা থেকে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোছা. রোকেয়া বেগম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষা অনুরাগী আল মাহাদী মোহম্মদুল্লাহ, সমাজসেবক মোঃ সোহেল, সমাজ সেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম নয়ন প্রমুখ।

এ সময় আল মাহাদী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য ক্রমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. আল হাসান মোবারক, বৈশাখী টেলিভিশনের সাংবাদিক মো. মানিক, বনফুল ক্রীড়া ও সমাজিক সংগঠনের সভাপতি লুতফুল আহসান রনি, ইঞ্জিনিয়ার আবদুর রহিম। অভিভাবকগণ উপস্থিত থেকে ক্রীড়া-সাংস্কৃতি কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত বলে জানান উপস্থিত অভিভাবকরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close