জবি প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে জবি ভর্তি পরীক্ষা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি)। এদিন 'ই' ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।

শুক্রবার দেড় ঘণ্টার এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ই' ইউনিটে চারুকলা অনুষদ মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৭৫ জন। জবির নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, ই ইউনিটে মোট আবেদন করেছেন ১ হাজার ৩৭৫ জন। ভর্তি পরীক্ষা আয়োজনে আমাদের প্রস্তুতি ভালো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট কলা ও আইন অনুষদ, ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close