জাহিদুল হাসান, জবি প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা করবে জবি শিক্ষার্থীরা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ৩ দফা দাবি ও ইউজিসির পাইলট প্রজেক্টে ঢাবির পাশাপাশি জবিকেও যুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন জবির সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জন করে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে সকাল ১১:৩০ মিনিটে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহবুব সোহান।

সোহান বলেন, আমরা আজ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শিক্ষা মন্ত্রণালয় এর উদ্দেশ্যে আমাদের গণপদযাত্রা শুরু করবো। এবং শিক্ষা মন্ত্রণায় বরাবর একটি স্মারকলিপি দিব। আমাদের ৩ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি ইউজিসির পক্ষ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তির জন্য নেয়া 'পাইলট প্রকল্পে' শুধু ঢাবি নয় ঢাবির সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যেন এই বৃত্তি আওতায় আনা হয় তার জন্য জোর দাবি জানাব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রাকিব বলেন, আমরা গণপদযাত্রা করব এবং শিক্ষা মন্ত্রণালয়কে ৩ দফা দাবি বাস্তবানে নির্দিষ্ট একটি সময় বেঁধে দিব এর মধ্যে দাবি পূরণ না হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবি বাস্তবায়নে একাত্বতা প্রকাশ করে আজ ক্লাস বর্জনের স্পষ্ট বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসিক হলের নিশ্চয়তা ও সেনাবাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো:

১. স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।

৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,পদযাত্রা,শিক্ষা মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close