ইবি প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

ইবির চারুকলা শিক্ষার্থীদের আমরণ অনশন, অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী

রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলদারীদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় অসুস্থ হয়ে পড়েছেন বিভাগটির দুই নারী শিক্ষার্থী।

সোমবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রাত ১১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।

অনশনকারী শিক্ষার্থীরা জানান, উপাচার্য স্যার নিজে এসে আমাদের বরাদ্দ করা কক্ষে যখন উঠিয়ে দেবেন, তখন আমরা এই অনশন থেকে সরে আসব। যতক্ষণ না পর্যন্ত আমাদের রুমের দখলদারত্ব উৎখাত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

অসুস্থ শিক্ষার্থীদের বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ওয়াহিদুল হাসান বলেন, আমাদের এখানে দুজন ছাত্রী এসেছে। আসার পরপরই আমি দেখেছি। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়ায় রেফার করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য স্যার কথা বলার পর আমাদের আর কিছু বলার থাকে না। আমি নিজেও তাদের অনুরোধ করছি অবস্থান ছেড়ে দিতে। তারপরও যদি না যায় ওরা তাহলে আমরা নিরাপত্তার দায়িত্বে আছি এবং থাকব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়,ইবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close