জাবি প্রতিনিধি

  ৩১ অক্টোবর, ২০২৪

জাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী  

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। ছবি : প্রতিদিনের সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (জাকসু) কার্যকর ও অন্তবর্তীকালীন সময়ে সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' ব্যানারে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।

এসময় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য অতি দ্রুত আমরা জাকসু চাই। প্রশাসনের যেকোনো ধরনের গড়িমসি সাধারন শিক্ষার্থীরা মেনে নেবে না।

সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, জাকসু কার্যকরের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। ২৪ এর নয় দফা দাবি রেখে আমরা যে আন্দোলন করেছি তার এক দফা হচ্ছে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি। সাধারন শিক্ষার্থীদের প্রানের দাবি জাবিতে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি থাকবে না। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকার কিভাবে ক্যাম্পাস গুলোতে মাদকের আখড়া ও সন্ত্রাস গড়ে তুলেছে। তাই আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা কোনো গড়িমসি মেনে নেব না। প্রশাসনকে বলে দিতে চাই, সরকার আপনাকে চেয়ারে বসিয়েছে সাধারন শিক্ষার্থীদের সেবা করার জন্য, কোনো লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া বানানোর জন্য নয়। তাই অতিদ্রুত শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য জাকসু নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার সুযোগ করে দিন।

ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, উপাচার্যকে বলে দিতে চাই আপনি যদি সাধারন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন তাহলে আমরা দেখে নিব কিভাবে আপনি গদিতে বসে থাকেন। উপাচার্য আমাদের বলেছিলেন তোমরা যা চাইবে তাই হবে। তাই আমরা প্রায় সাড়ে পাচঁ হাজার শিক্ষার্থীর গণ স্বাক্ষর নিয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখছি ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া তৈরি হচ্ছে। যতদ্রুত সম্ভব ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করুন এবং জাকসু নির্বাচন দিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,অবস্থান কর্মসূচী,শিক্ষার্থীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close