ডিআইইউ প্রতিনিধি
ডিআইইউতে সংসদীয় ও রম্য বিতর্ক অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিএসই স্পিকার্স ক্লাবের আয়োজনে সংসদীয় ও রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে সংসদীয় বিতর্কের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় মূল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইইউ গবেষণা ও প্রকাশনা সেলের অতিরিক্ত পরিচালক এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আব্দুল বাসেত, বিভাগীয় ডিন মাহবুবুর রহমান, সহকারি অধ্যাপক ও সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম, আইন বিভাগের প্রভাষক মেহেদী হাসান অনিক সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইইউ সিএসই স্পিকারস ক্লাবের উপদেষ্টা এবং প্রভাষক মো. রাকিব হোসেন।
এবারের সংসদীয় বিতর্কের বিষয় ছিলো – ‘গণপরিবহনে হাফ পাস শিক্ষার্থীদের অধিকার।’ এ সময় দু'টি দলের প্রতিযোগিরা পক্ষে (সরকারি দল) এবং বিপক্ষে (বিরোধী দল) বিভিন্ন যুক্তি তুলে ধরেন এবং দর্শকদের মুগ্ধ করেন। পরে যুক্তি তর্ক শেষে পক্ষ দল তথা সরকারি দল বিজয়ী হয়। এতে সরকারি দলের মোসাম্মৎ উর্মি বেগমকে সেরা বক্তা হিসেবে ঘোষণা করা হয়।
এরপর দ্বিতীয় ধাপে বিকেলে অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক। রম্য বিতর্কের বিষয় ছিলো – ‘কে সেরা’। এতে ১ম সেরা বক্তা হিসেবে মুরসালাতুল পল¬ব এবং ২য় সেরা বক্তা হিসেবে আদিল মাহমুদ রিয়নের নাম ঘোষণা করা হয়।