হাবিপ্রবি প্রতিনিধি

  ২৯ অক্টোবর, ২০২৪

হাবিপ্রবিকে র‍্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে ডিভিএম গেইট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

র‍্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, আজকের র‍্যাগিং ও মাদকবিরোধী এই র‍্যালি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য, কিন্ত আমরা এই বিষয়টাকে শুধু র‍্যালির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এইটা পালন করার চেষ্টা করবো। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আপনারা যারাই আছেন আমরা এই জিনিসটাকে অন্তর থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো।

কেউ যদি কোথাও র‍্যাগিংয়ের কোনো আলামত পান কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন। আমরা কঠোরহস্তে তা দমন করবো। নবীন শিক্ষার্থীরা তোমরা যদি কেউ মনে করো তোমাদের বড় ভাইরা তোমাদের র‍্যাগ দিচ্ছে বা র‍্যাগিংয়ের শিকার হচ্ছো, সঙ্গে স্েগ তোমরা ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগে জানাবা, পাশাপাশি আমাকে জানাবা আমি কঠোর ব্যস্থা নিবো। আপনাদের সহায়তায় আজ থেকে আমি আমাদের ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করলাম।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাবিপ্রবি,মাদকমুক্ত ঘোষণা,র‌্যাগিং
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close