বেরোবি প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০২৪

সারজিস-হাসনাতকে অবাঞ্ছিত করায় বেরোবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ছবি : প্রতিদিনের সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করায় জাতীয় পার্টির বক্তব্য প্রত্যাখ্যানের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, রংপুর কারো একার সম্পত্তি নয়, রংপুর সারজিস আলম এর। জাতীয় পার্টি যে বক্তব্য দিয়েছে, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেকোনো প্রোগ্রাম বন্ধ করার পূর্বাভাস। আমরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় পার্টিকে স্পষ্টভাবে আল্টিমেটাম দিচ্ছি তারা যেন অবিলম্বে তাদের উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে। যদি জাতীয় পার্টি এই বক্তব্য প্রত্যাহার না করে, তবে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘আমরা আজকের এ মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জাতীয় পার্টিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতির কাছে প্রত্যক্ষভাবে ক্ষমা চাইতে হবে। তাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে।’

আরেক শিক্ষার্থী জীবন প্রধান ওহি বলেন, সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করার অন্যতম নায়ক হিসেবে বিবেচিত। তারা দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আয়োজন করে চলেছেন, যা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। এরকম অসঙ্গত আচরণ এবং বৈষম্যমূলক বক্তব্য আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। এসব কথার অবশ্যই তাদের জবাব দিতে হবে। আমরা জানি, জাতীয় পার্টি রাজনৈতিক স্বার্থে মানুষকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং নিষ্পেষিত করেছে। আমরা দাবি করছি, জাতীয় পার্টি অতি দ্রুত তাদের বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করুক এবং জনগণের প্রতি তাদের জবাবদিহিতার নীতি মেনে চলুক।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেরোবি,হাসনাত আব্দুল্লাহ,সমন্বয়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close