reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২৪

জগন্নাথ হল ট্র্যাজেডি

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী, ১৩ জন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি ছিলেন। দুর্ঘটনায় আহত হন শতাধিক শিক্ষার্থী-কর্মচারী। আহতদের অনেকেই পঙ্গু হয়ে যান চিরতরে। আজ সেই ট্র্যাজেডির ৩৯ বছর।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন তৎকালীন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় পনেরো ও সাতদলীয় ঐক্য জোটসহ অন্যান্য রাজনৈতিক নেতা। বিদেশি কূটনীতিকরাও শোক জানান। তিন দিন জাতীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ১৬ অক্টোবর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকেই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথ হল ট্র্যাজেডি,ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close