ইবি প্রতিনিধি
ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করায় তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমানকে পরবর্তী এক বছরের জন্য ওই হলের প্রভোস্ট হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাকে এই দায়িত্ব পালনে উপযুক্ত মনে করায় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে নিয়ে হলের খাবারের মান উন্নয়ন, আবাসিক সিটের সমস্যার সমাধান, ইন্টারনেটের গতি সহ অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করে যাবো। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে।
পিডিএস/এমএইউ