জবি প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০২৪

গুলিবিদ্ধ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

ছবি : প্রতিদিনের সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

গত রবিবার (৬ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী অনিকের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে গুলিবিদ্ধ হয় অনিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে দিয়ে শাঁখারী বাজার হয়ে মহানগর দায়রা জজকোর্টের সামনে আসলে তখন এ ঘটনা ঘটে। গুলিতে অনিকের খাদ্যনালীসহ পেটের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতি হয়েছে। বর্তমানে পিজিতে তার উন্নত চিকিৎসা চলছে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, অনিকের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে জানান। যেকোনো প্রয়োজনে আহত এই শিক্ষার্থীকে সহযোগিতার আশ্বাস দেন এবং একাডেমিক বিষয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও জানান।

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,গুলিবিদ্ধ শিক্ষার্থী,উপাচার্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close