শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাত ১টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় থেকে তাকে গ্র্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
খলিলুর রহমান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, অভিযান পরিচালনা করে ভালুকা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা রয়েছে। গ্র্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা, শাবিপ্রবি ছাত্র রুদ্র সেন হত্যা মামলা ছাড়াও আন্দোলনের সময় আরো কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি খলিলুর রহমান। এসব মামলার সব আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯।