reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বৃদ্ধাশ্রমে তরুণদের ‘অনুষঙ্গ’

সমাজের যেসব প্রবীণের ঠিকানা বৃদ্ধাশ্রমে, তাদের জন্য একটা আনন্দপূর্ণ দিনের ব্যবস্থা গ্রহণ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব বরাবরের মতো উদ্যোগ নিয়েছিল বায়োজিন প্রেজেন্টস ‘অনুষঙ্গ’, পাওয়ার্ড বাই কেটিএম, ইন এসোসিয়েশন উইথ ইউনাইটেড হেলথ কেয়ার।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরে মনিপুরের হোতাপাড়া এলাকায় গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ক্লাবের প্রায় ১০০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রবীণদের মাঝে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে একটি দিন তাদের সাথে বসে তাদের কথা শোনার জন্য ক্লাবের সদস্যরা নানা আয়োজনে মেতেছিলেন; কখনো আধুনিক প্রজন্মের জনপ্রিয় গেম পিলো পাসিং খেলার মাধ্যমে, কখনো পুরোনো দিনের গানের আয়োজনের মাধ্যমে। এ বিশেষ মুহূর্ত আরো রঙিন করতে সামিল হয়েছিলেন কার্টুনিস্ট সাঈদ রাশেদ ইমাম তন্ময়। যার রঙের জাদু ছড়িয়ে ছিল চারপাশে। এর পাশাপাশি পরিবেশকে তাদের জন্য উপযোগী করে তোলার লক্ষ্যে ক্লাবের সদস্যরা বৃক্ষরোপণেরও কর্মসূচি রেখেছিলেন। উদ্যোগটি সফল করতে পেন্ট পার্টনার হিসেবে ছিল এশিয়ান পেইন্টস।

এছাড়া তারা চেষ্টা করেছেন প্রবীণদের প্রয়োজনীয় সব ধরনের ওষুধ ও মেডিকেল সরঞ্জাম এবং হুইলচেয়ার তাদের মাঝে পৌঁছে দেওয়ার। আরো একটি বিশেষ আয়োজন থাকে তাদের মলিন ঠিকানার দেয়ালে ও আঙিনায় রং ও আলপনা দিয়ে সাজিয়ে আসার।

ক্লাব প্রেসিডেন্ট মৌরিন ইসলাম সামাজিক দায়িত্ব পালন রক্ষার্থে বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়ই আমাদের ব্যস্ত জীবনে আটকে যাই, কিন্তু আমাদের ‘অনুষঙ্গ’ ইভেন্ট আমাদের ফিরিয়ে দেওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। বয়স্কদের সাথে সময় কাটানো একটি শক্তিশালী অভিজ্ঞতা, যা বোঝায় যে আমাদের যত্ন অন্যদের কাছে কতটা অর্থ বহন করতে পারে। আমি আশা করি এটি আমাদের সকলকে অনুপ্রাণিত করবে সমাজে অবদান রাখার উপায়গুলি খুঁজে বের করতে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাউল হাসান চৌধুরী বলেন, আমাদের ছাত্রদের ‘অনুষঙ্গ’-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। বয়স্কদের যত্ন নেওয়া একটি সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত, এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।

প্রসঙ্গত, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনুষঙ্গ ইভেন্ট,বৃদ্ধাশ্রম,নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close