reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের পুনর্বাসনে কৃষি-প্রাণিসম্পদে সহযোগিতা শেকৃবির

বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কৃষকদের পুনর্বাসনে তৃতীয় ধাপে ১০ একর জমিতে চাষযোগ্য ধানের চারা, সার-কীটনাশক সরবরাহ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এছাড়া ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে পাঁচ হাজার মুরগির বাচ্চা সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয়টি।

ফেনীর ফুলগাজী উপজেলা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তিন ধাপে প্রায় ৮ হাজার সবজির চারা, ১০ একর জায়গায় চাষ উপযোগী ধানের চারা, চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক ও ১০ হাজার মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি এবং কৃষককে পুনর্বাসনে বিনামূল্যে চাষযোগ্য ধানের চারা সরবরাহের উদ্যোগ নেয় শেকৃবি। কর্মসূচির তৃতীয় ধাপে শুক্রবার ৪০০ কেজি ধানের বীজ থেকে উৎপাদিত ১০ একর জমিতে চাষযোগ্য ধানের চারা, প্রয়োজনীয় সার, কীটনাশক এবং পাঁচ হাজার মুরগির বাচ্চা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান, গেস্ট হাউজ ইন-চার্জ ড. মো: আরফান আলী, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: লুৎফুর রহমান মৃদুল, জনসংযোগ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, ঢাকা ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো: কাতেবুর রহমান, ছাত্র সমন্বয়ক মো: রানা ইসলাম, সাব্বির আহম্মেদ, জাহিদ হাসান, মো: মফিজ শেখ, এস এম জাহিদ হুসাইন এবং নুর ইসলাম। স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তফা কামাল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যা,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,শেকৃবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close