সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিক্ষোভ-মানববন্ধনে শিক্ষার্থীরা

সৈয়দপুর বিমানবন্দর সড়কে বুধবার মানববন্ধন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের সংবাদ

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে মাদকাসক্তদের খেলার মাঠ দখলে নেওয়ার প্রতিবাদ জানায় তারা।

বুধবার বেলা ১১টার দিকে থেকে দুই ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করে কলেজের শিক্ষার্থী। পরে জেলা প্রশাসক বরারব একটি স্মারকলিপি ইউএনওর নিকট হস্তান্তর করেন তারা।

সকালে কলেজের সামনের সৈয়দপুর বিমানবন্দর সড়কে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল দুই কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কলেজটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেদওয়ান আবির, আবু সালেহ খান, মুন্সেফ আলী ও অভি ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটি ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া বুয়েটসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেয়েছেন অনেক শিক্ষার্থী। কিন্তু প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করতে বহিরাগত দুর্বৃত্তরা মরিয়া হয়ে উঠেছে। তারা ক্যাম্পাসে মাদকের আখড়া বসিয়েছে। দখলে নিয়েছে খেলার মাঠটি। এ কারণে লেখাপড়ার পরিবেশ অনেকটা হুমকির মুখে।

বক্তারা আরো বলেন, মাদকাসক্তরা ক্যাম্পাসে বিচরণ করায় মেয়ে শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে রয়েছেন। তারা ক্যাম্পাস দখলমুক্ত চান। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা চান তারা।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ আশা করি। আশা করছি প্রসাশন ও আমাদের দাবি পুরণ করবেন।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close