ঝিনাইদহ ও গাইবান্ধা প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষা দিবসে ঝিনাইদহ ও গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

ছাত্র সংসদ নির্বাচনসহ দখল-দারত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবি ছাত্র ফ্রন্টের

শিক্ষা দিবসে ঝিনাইদহ শহরে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছবি: প্রতিদিনের সংবাদ

বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস ও দখলদারত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহ ও গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রট। শিক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের নেতারা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতিকরণের চেষ্টা বন্ধ, প্রতিটি ক্যা¤পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করার দাবি জানান।

ঝিনাইদহ জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মিছিলকারীরা। এতে বক্তব্য দেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমীন সুলতানা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমীন, নুসরাত জাহান সাথী, রাফসানা হোসেন, জেহাদ হোসেন, আসিফ ইকবালসহ অন্যরা।

সমাবেশে ছাত্র-জনতার অভুত্থানের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান ও ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান ছাত্রনেতারা।

এদিকে গাইবান্ধায় একটি মিছিলটি স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সাবেক জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, শিক্ষক এস এম মনিরুজ্জামান সবুজ, কলি রানী বর্মন, কামরুল হাসান প্রমূখ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা সমাবেশটি পরিচালনা করেন। এতে গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং গাইবান্ধা সরকারি কলেজে বাস সার্ভিস চালুসহ কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল করা, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা, শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করাসহ গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় স্মৃতিফলক নির্মাণের দাবি জানান ছাত্রনেতারা।

১৯৬২ সালের এই দিনে (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানিদের শাসন-শোষন ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়ালিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। তবে স্বাধীন দেশেও কুখ্যাত শরিফ শিক্ষা কমিশন বাতিলসহ একই আক্রমণ এসেছে শিক্ষাক্রমের ওপর।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close