রাবি প্রতিনিধি
রাবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-অভিভাবক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাফিউল আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে কলেজের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক প্রায় পাঁচশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহসান আদিব বলে, ‘আগে আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতো, এখন সেটা বন্ধ রয়েছে। তাছাড়া শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা কেঁড়ে নিয়েছেন বর্তমান অধ্যক্ষ।’
কানিজ ফাতেমা নামের এক নারী শিক্ষার্থী বলেন, ‘বর্তমান অধ্যক্ষ দায়িত্ব পালনে অবহেলা করে আসছেন। বিভিন্ন কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনসহ যাবতীয় কাজে তিনি কোনো ভূমিকা রাখেননি। পাশাপাশি তিনি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
কলেজের সাবেক শিক্ষার্থী ওয়ালিউল কবির বলেন, ‘আমরা যখন স্কুলে ছিলাম তখনো তার দুর্নীতির কথা বলেছি। দীর্ঘ দশ বছর পরেও এ অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং নৈরাজ্য আরো বেড়েছে। ফলে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে একাত্মা পোষণ করে আমরা সাবেকরাও এ আন্দোলনে অংশ নিয়েছি।’
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘বর্তমান অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর থেকে শুধু দুর্নীতি করেছে, যার ফলে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষরাও আন্দোলনে অংশ নিয়েছি। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে। শিক্ষকদের কখনো মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি। আমাদের এক দফা দাবি, তাকে পদত্যাগ করতেই হবে, নয়তো আন্দোলন চলমান থাকবে।’