শাবিপ্রবি প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২৪

শাবিপ্রবিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ চার কর্মকর্তার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আল্টিমেটামের পর পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানসহ চার প্রশাসনিক কর্মকর্তা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদ্য পদত্যাগ করা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগ করা অন্য কর্মকর্তারা হলেন— ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি দফতরের (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. আজিজুল বাতেন।

এরআগে, গত ৭ আগস্ট শাবিপ্রবির প্রশাসনিক বডির সকলকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল। পদত্যাগ না করলে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তারা।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সমন্বয়ক দলের এমন ঘোষণা ও সাধারণ শিক্ষার্থী সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, মেডিকেল প্রশাসক, পরিবহণ প্রশাসক, গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টরিয়াল টিম ও ৬ টি আবসিক হলের প্রভোস্ট বডির সদস্যরা।

গতকাল সোমবার সমন্বয়ক দলের পূর্ব ঘোষণা অনুযায়ী যারা নির্ধারিত সময়ে পদত্যাগ করেননি, তাদেরকে ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। একইসঙ্গে তাদেরকে নির্লজ্জ প্রশাসক হিসেবে মন্তব্য করা হয় বিবৃতিতে। শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আল্টিমেটামের পর আজ পদত্যাগ করেন ৪ প্রশাসনিক কর্মকর্তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close