শাবিপ্রবি প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২৪

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

ছবি: প্রতিদিনের সংবাদ

দেশের বিভিন্ন ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যাম্পাসের গোলচত্বর থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মিছিলটি নিয়ে প্রথমে প্রধানফটকে যান শিক্ষার্থীরা। এসময় কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, চট্টগ্রামে হামলা কেন? প্রশাসন জবাব চাই, রংপুরে হামলা কেন? প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে হামলা কেন? প্রশাসন জবাব চাই, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

প্রধানফটকে অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, দেশের বিভিন্ন স্থানে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলাম কিন্তু তাতে বাধা দেওয়া হয়। পুলিশ সদস্যরা আমাদের ওপর হামলা চালিয়েছে কিন্তু আমরা প্রতিক্রিয়া জানাইনি। ফের যদি হামলা চালানো হয় আমরা থেমে থাকবো না।

আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আবার। আমাদের ওপর হামলা চালানো হয় বাংলার ছাত্র সমাজ দাঁত ভাঙা জবাব দিবেন। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মশাল মিছিল,শাবিপ্রবি,কোটাবিরোধী আন্দোলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close