অনলাইন ডেস্ক
১১ জুলাই, ২০২৪
কোটা সংস্কার আন্দোলন : শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা।
এদিকে আগের থেকেই শাহবাগ মোড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। সাঁজোয়াযান ও জলকামান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে রয়েছে। তবে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এলে সাঁজোয়াযান ও জলকামান পিছিয়ে নেওয়া হয়।
পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার ইহসানুল ফেরদৌস বলেন, আজ আন্দোলনকারীরা শুধু বক্তব্য দেবে, সড়ক অবরোধ করবে না।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন