কোটাবিরোধী আন্দোলন
কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
কুমিল্লায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে রওনা দিলে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় তাদের বাধা দেয় পুলিশ। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আজও চলছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা 'বাংলা ব্লকেড' কর্মসূচি।
পিডিএস/এমএইউ