শাবিপ্রবি প্রতিনিধি

  ২০ জুন, ২০২৪

পরীক্ষার নতুন সময়সূচি

সিলেটে বন্যা : অনলাইন ক্লাসে যাচ্ছে শাবিপ্রবি

ছবি : সংগৃহীত

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে পুনরায় বন্যা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। এ অবস্থায় শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ক্লাসে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি); পাশাপাশি ঈদ-পরবর্তী পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, দেশে; বিশেষ করে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৩ জুন থেকে এ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে নিজ নিজ বিভাগের বিভাগীয় প্রধানরা পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ২৩ জুন থেকে যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাবিপ্রবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close