রাবি প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেমের সুষম বন্টন ও প্রেমের দাবিতে 

রাবিতে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ 

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের সুষম বন্টন ও প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে প্রেমবঞ্চিত সংঘ। ছবি: প্রতিদিনের সংবাদ

সারাবিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের সুষম বন্টন ও প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে প্রেমবঞ্চিত সংঘ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা থেকে বিক্ষোভ শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে তো, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে প্রহসন বন্ধ কর, তুমি কে, আমি কে, বঞ্চিত বঞ্চিত, যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে, মন দিয়ে প্রেম হয়, দেহ দিয়ে নয়, নষ্ট প্রেমের খ্যাতাতে, আগুন জালাও একসাথে’-এমনসব স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন। এতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য।

প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মোকতাদির মাহ্দি বিন ওমর শাফী বলেন, ‘আমরা প্রেমের বিরুদ্ধে না। কিন্তু আমাদের অভিযোগ হলো, সমাজে প্রেমের সুষ্ঠু বন্টন হচ্ছে না। আমরা দেখছি, যার চেহারা ভালো, যার বাইক ও ক্যামেরা আছে সে একাধিক প্রেম করছে, কিন্ত যাদের এসব নেই, তাদের কী প্রেম করার অধিকার নেই? আমরা প্রেমের সুষ্ঠু বন্টন চাই, এটা আমাদের ন্যায্য অধিকার। প্রেমের যদি সুষম বণ্টন হয়, তাহলে আমাদের মাঝে যে সমস্যা আছে সেগুলো অনেকটাই কমে আসবে।’

সংগঠনটির সাবেক সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, ‘ভালোবাসা দিবসে আমরা সবার মধ্যে সমহারে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা। ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য, মা-বাবা, আত্মীয়-স্বজনের জন্যেও ভালোবাসা বন্টন হোক। প্রকৃতিকেও ভালোবাসা আমাদের উচিত। পৃথিবীতে ভালোবাসা সবার জন্য উন্মুক্ত এই মেসেজটি সবার মধ্যে ছড়িয়ে দিতে আজ আমাদের এই আয়োজন।’

প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভে অংশ নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসমা বলেন, ‘আমরা যারা সিঙ্গেল আছি, আমরা চাই সমাজের কেউ বঞ্চিত না হোক। আমরা প্রায়শই দেখি, একজন অনেকের সঙ্গে প্রেম করছে। কিন্তু আমার কাছে মনে হয়, একটা প্রেমিকের জন্য একজন প্রেমিকাই যথেষ্ট। তাহলে অন্যরাও প্রেম থেকে বঞ্চিত হবে না।’ এদিকে বিক্ষোভ শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্যাম্পাসের গরীব-দুঃখী মানুষের মধ্যে ফুল বিতরণ করবে বলে জানান প্রেমবঞ্চিত সংঘের নেতাকর্মীরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close