জাবি প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

হল বন্ধে জাবির প্রথমবর্ষের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস 

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার পাঁচ মাস পর ৩০ নভেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী জানান, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন হলগুলোতে জনবল নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় সেগুলো চালু করা সম্ভব হয়নি। সেজন্য সাময়িকভাবে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম প্রথমবর্ষের ক্লাস শুরুর বিষয়ে জানান, আবাসন নিশ্চিত না করে সশরীরে ক্লাস শুরু হবে না। নভেম্বরের মধ্যে নবনির্মিত হলগুলোর জন্য জনবল নিয়োগ দিয়ে হল খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গত ১৮ সেপ্টেম্বর মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়। এবছর বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২০৪৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,অনলাইন ক্লাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close