দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২৩

পবিপ্রবিতে সহকর্মীকে কুপ্রস্তাব

ডেপুটি রেজিস্ট্রার টমাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

ছবি: প্রতিদিনের সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক জুনিয়র নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিছে বলা হয়, পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান টমাসের বিরুদ্ধে নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়। পরে বিষয়ি শিক্ষা মন্ত্রণালয়ক অবহিত করার জন্য ‘নির্দেশক্রমে’ অনুরোধ করা হয়েছে।

চিটির তথ্য নিশ্চিত করে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, শিক্ষামন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে আলাপ করেছি। তার নির্দেশনা পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,দুমকী,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পবিপ্রবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close