সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব উদযাপন

ছবি: প্রতিদিনের সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সংগীত বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে এ নবান্ন উৎসব উদযাপিত হয়।

সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ'র সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা ইতিমধ্যে মানুষের নজর কেড়েছে। বাঙালি সংস্কৃতি চর্চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিবেদন মানুষের অন্তর স্পর্শ করছে। সেটি আমাদের বড় প্রাপ্তি।

তিনি আরো বলেন, বাঙালি সংস্কৃতির সকল অংশেই নবান্নের প্রতিফলন আছে। বাংলা সাহিত্যেও নবান্নের বিস্তর প্রতিফলন পাওয়া যায়। পল্লি কবি জসীমউদ্দীন ও জীবনানন্দ দাশ নবান্নকে চির অম্লান করে গিয়েছেন। তিনি বলেন, যতদিন বাঙালি থাকবে বাঙালি সংস্কৃতি থাকবে নবান্নের আনন্দ আমাদের মাঝে থাকবে।

পরে নবান্ন উৎসবে নৃত্য ও গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, সংগীত বিভাগের শিক্ষকরাসহ অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,নবান্ন উৎসব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close