reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

দ্রব্যমূল্যে ধনী-গরিব বৈষম্য নিয়ে রাবিতে নাটক

দ্রব্যমূল্যের ‍ঊর্ধ্বগতিতে ধনী-গরিবের বৈষম্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত, ব্যবসায় সিন্ডিকেট ও অবৈধভাবে দেশের সম্পদ বিদেশে পাচারসহ বিভিন্ন প্রতিবাদী পর্ব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাটক 'অদ্ভুত এই সময়' মঞ্চস্থ হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে বেদুইন হায়দার লিও’র রচনায় ও আব্দুল মজিদ অন্তরের নির্দেশনায় এ নাটক পরিবেশিত হয়। নাটকটির পরিবেশনায় ছিল বিশ্ববিদ্যালয়ের নাটক সংগঠন 'তীর্থক'।

সরেজমিনে দেখা যায়, একদল নাট্যকর্মী গানের সুরে ও অভিনয়ের মাধ্যমে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবনে যে প্রভাব পড়ছে তা তুলে ধরেছেন। মূল্যের উর্ধ্বগতিতে ধনী-গরিবের যে বৈষম্য সৃষ্টি হচ্ছে তাও তুলে ধরা হয়েছে এ নাটকে। হরতাল ও অবরোধের ফলে জনগণের দুর্দশা, বাজার সিন্ডিকেট, দেশের উন্নয়ন ও ভোটের অধিকারের জন্য জনগণের জীবন দিতে হয় এমন চিত্রও নাটকে তুলে ধরা হয়।

পাশাপাশি বিদেশিদের দালাল হয়ে দেশের ক্ষমতায় আসার প্রতিযোগিতা, ঋণ দেওয়ার শর্তে আইএমএফ ও বিশ্বব্যাংকের দেশ ক্রয় করার সাহস দেখানোসহ বিভিন্ন প্রতিবাদী চরিত্র এ নাটকে ফুটিয়ে তোলেন তারা। একটি ছোট গানের মাধ্যমে বর্তমান সমাজের প্রেক্ষাপটও তুলে ধরেন এ নাটকের অভিনয়শিল্পীরা।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটক,রাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close