reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২৩

পর্দা উঠছে ঢাবি কেন্দ্রীয় নাট্যোৎসবের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় নাট্যোৎসবের পর্দা উঠছে আজ সোমবার।

বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৩-এর উদ্বোধন করা হবে। উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ৯ দিনে ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে।

রবিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন এবং সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

নাট্যোৎসবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এর আগে বিশেষ সম্মাননা পেয়েছেন সেলিম আল দীন, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আতাউর রহমান, রামেন্দু মজুমদার ও আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি কেন্দ্রীয় নাট্যোৎসব,ঢাকা বিশ্ববিদ্যালয়,নাটক মঞ্চস্থ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close