reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

গুচ্ছতে আরো দুই হাজারের বেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ

ফাইল ছবি

এরই মধ্যে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস। কিন্তু এখনো ফাঁকা রয়েছে দুই হাজারের বেশি আসন। এ অবস্থায় মেধাতালিকা অনুযায়ী সমসংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী এক সপ্তাহের মধ্যে মেধাক্রম অনুসারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসনগুলোতে ভর্তির সুযোগ পাবেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির ভার্চুয়াল এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

তিনি বলেন, এবার আর স্পট অ্যাডমিশন নেওয়া হবে না। শুধু মেধাতালিকা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর ৩ থেকে ৪ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কামালউদ্দীন আহমদ আরো বলেন, কোনো শিক্ষার্থী কোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে ভর্তি থাকলে মাইগ্রেশনের সুযোগ পাবে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবে না।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভর্তি,গুচ্ছ,বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close