রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি
জাবিতে ঘরোয়া প্রয়োজনায় মঞ্চায়িত হলো দুই নাটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থিয়েটারের ঘরোয়া প্রযোজনার অংশ হিসেবে মঞ্চায়িত হয়েছে দুটি নাটক। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নাটক দুটি মঞ্চায়িত হয়। জাহাঙ্গীরনগর থিয়েটারের সদস্যদের অংশগ্রহণে মঞ্চায়িত নাটক দুটি হলো ‘এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ ছোটগল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’।
প্রথমে মঞ্চায়িত হয় নাটক ‘এ ভেরি পলিটিকাল মার্ডার মিস্ট্রি’। উনিশ শতকের ফ্রান্সকে ঘিরে গড়ে উঠা কাহিনীর এটি একটি মৌলিক নাটক। মার্কবাদী চন্তাচেতনায় উজ্জীবিত এই নাটকে একটি সমাজে নিম্ন শ্রেণির মানুষ নিগৃহীত ও অত্যাচারের স্বীকার হওয়ার দৃশ্যপট ফুটে ওঠে। জীবনের কঠিন বাস্তবতার নানা বাঁকে কীভাবে একদল তরুণ একটি খুনের সঙ্গে জড়িয়ে যায়, তারই অসাধারণ গল্প উঠে আসে এতে।
নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইয়েদা মেহের আফরোজ শাঁওলি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তপু, মেহরাব সিফাত, আদিবা, সুহি, ইমরান, আরিয়ান, সৈকত ও প্রাপ্তি। আবহ সংগীতে ছিলেন ইমন, নাঈম ও মেঘ।
আয়োজনের দ্বিতীয় নাটক হিসেবে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘শাস্তি’। এর নাট্যরূপ, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা। কাহিনীতে দেখা যায়, গ্রামের একটি পরিবারের সামান্য বিবাদ থেকে খুনের আবির্ভাব ঘটে, পরে সেই খুনের দায় গিয়ে পড়ে বাড়ির ছোট বউয়ের ওপর। এই ঘটনার পেছনে সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাবের একটি অসাধারণ চিত্র তুলে ধরা হয় নাটকে।
‘শাস্তি’ নাটকের কলাকুশলীদের মধ্যে ছিলেন অমিত বিশ্বাস, তপু, সুমাইয়া, ইমরান, আদিবা, সুহি, ইমন, আরিয়ান, মুজিব, সুদিপ্ত ও সৈকত। এছাড়া সংগীতে ছিলেন অমিত ও নাঈম। আয়োজনের বিষয়ে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ‘মূলত ঘরোয়া প্রযোজনা জাহাঙ্গীরনগর থিয়েটারের একটি পরীক্ষামূলক নাট্যচর্চা। এতো আড়ম্বরপূর্ণ অবস্থায় হোম প্রোডাকশন আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর থিয়েটার একটি ইতিহাস স্থাপন করেছে। সংস্কৃতি চর্চার এ ধারা অব্যাহত থাকুক এই বিশ^বিদ্যালয়ে, সমগ্র দেশে, এটাই চাওয়া।’
পিডিএস/আরডি