চবি প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছবি : প্রতিদিনের সংবাদ।

পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই উপগ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আমানত ও শাহ জালালের সামনে সংর্ঘষের সূত্রপাত হয়। এতে উভয় গ্রুপ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। সাড়ে ৫টার দিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে চারজন শাহ জালাল হলের ও তিনজন শাহ আমানত হলের বাসিন্দা। বিষয়টি প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন চবির সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন।

তিনি বলেন, দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ও প্রক্টরিয়ার বডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের সাতজন আহত হয়েছে।

সিএফসির নেতা সাদাফ খান বলেন, আকিব জাবেদ নামে সিক্সটি নাইনের এক কর্মী এর আগে আমাদের উপ-দপ্তর সম্পাদক রমযানকে কুপিয়ে জখম করে। আজকেও সে নেশা করে হলের সামনে উশৃঙ্খল আচরণ শুরু করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সিক্সটি নাইনের ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতা ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি র‌্যাগডে নিয়ে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি দেখছি।

সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুই গ্রুপের সংঘর্ষ,চবি ছাত্রলীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close