জাবি প্রতিনিধি
জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নেতৃত্বে মনির ও সাওদা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২৩-২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মাহাজাবিন সাওদা জাহান। বুধবার (২০ সেপ্টেম্বর) চার দিনব্যাপী কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসবের তৃতীয় দিন এ কার্যকরী কমিটি ঘোষণা করেন ধ্বনির বিদায়ী সভাপতি ইমরান শাহরিয়ার।
কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ইসরাত জাহান ঐশি,সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাদিয়া আফরিন সুমি, অর্থ সম্পাদক পদে রিফাত মাহামুদ, সহ-অর্থ সম্পাদক পদে আরিফা সুলতানা রিতু, দপ্তর সম্পাদক পদে ফাইজা মাহজাবিন, সহ দপ্তর সম্পাদক পদে সজীব তালুকদার, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে সাদিয়া সরোয়ার উল্লাস, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে হিমাদ্রি শেখর দেবনাথ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে শাবাব শাহরিয়ার অর্ক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া ইসলাম ইফা, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ইলোরা রশিদ, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লুৎফুন্নাহার লতা।
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন ৪ জন । এরা হলেন, ইমতিয়াজ আহমেদ শিহাব,জান্নাতুন নাইম জান্নাতি, দেবাঞ্জনা দেব ও কাজী হেলেন। কমিটিতে সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে আছেন শিমুল মিত্র, ইমরান শাহরিয়ার, লিমা আক্তার ও একরামুল হক।এর আগে, আবৃত্তি উৎসবের তৃতীয় দিন জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের দলীয় প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চায়িত হয়। এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করেন একাত্তর টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ও আবৃত্তিশিল্পী ফারজানা করীম, আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান ও আবৃত্তিশিল্পী বিপ্লব সাহা।