reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জবিতে র‍্যাগিংয়ে জড়ালে ছাত্রত্ব বাতিল

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে র‍্যাগিংয়ের অপরাধে কেউ জড়িত হলে ছাত্রত্ব বাতিলের সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য এ কথা বলেন।

কামালউদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়ানোর জন্য দাপ্তরিক নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে সম্পূর্ণ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছি। এরপরও যদি কেউ র‍্যাগিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রত্ব বাতিল করা হবে পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহি করতে হবে।’

কামালউদ্দীন আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী এলে র‍্যাগিংয়ের ঘটনা বেড়ে যায়। নবাগত যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, তারা অনেক স্বপ্ন নিয়ে আসে। তাদের সুন্দর স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা, তাদের নির্দেশনা দিতে পারেন শিক্ষক প্রতিনিধিরা।’

অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সভাপতি আছমা বিনতে ইকবাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রত্ব বাতিল,র‍্যাগিং,জবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close