রাবি প্রতিনিধি
রাবি’র ১০২ শিক্ষক-শিক্ষার্থীর অ্যাওয়ার্ড
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ১০২ শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ড কমিটির তথ্য মতে, ২০২১ ও ২২-এ দুটি সেশনে আটজন শিক্ষক ও ৯৫ জন শিক্ষার্থীকে এ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০২১ সেশনের ৫১ জন, ২০২২ সেশনে ৪৩ জন ও ২০২০ সেশনে একজন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে ২০২১ সেশনে চারজন এবং ২০২২ সেশনে চারজনসহ আটজন শিক্ষককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২০২১ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. ড. হাসান আহমেদ (দুই ক্যাটাগরিতে প্রাপ্ত)।
২০২২ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলি আকবর, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের অধ্যাপক ড. ইসমাইল তারেক, বায়োক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন, বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ড. সৈয়দ রাসেল কবির।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগে সাতজন, পদার্থবিজ্ঞান বিভাগের ১০ জন, রসায়ন বিভাগের সাতজন, পরিসংখ্যান বিভাগে ২৫ জন, বায়োক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে রয়েছেন ১৪ জন, ফার্মেসি বিভাগের ১৯ জন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের চারজন, ফলিত গণিত বিভাগের পাঁচজন ও ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স রয়েছেন তিনজন শিক্ষার্থী।
শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিজিপিএ দিয়ে মান-পরিমাপ করা হয় না। তোমাদের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মেধার প্রমাণ দিতে হবে। সমাজের সব জায়গায় সমতা আনতে হবে। গবেষণার ক্ষেত্রে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক, সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. বাসুদেব কুমার দাশ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান আলমগীর হোসেন সরকার, বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পিডিএসও/এমএ