মো. আশিকুর রহমান শুভ, ঢাবি প্রতিনিধি
ঢাবিতে টিআইবি ইয়েস গ্রুপের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে 'প্লাস্টিক দূষণ সমাধানে চাই আইনের কঠোর প্রয়োগ' শিরোনামে ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশের তরুণদের সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি, মানববন্ধন, দেয়ালিকা প্রকাশনা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অঙ্গীকার গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচি শুরু হয় অর্ধ-দিনব্যাপী ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষ রোপণের মাধ্যমে ।
এ সময় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম আযম, প্রফেসর ড. ফজলে খোদা এবং উক্ত ইনস্টিটিউটের টিআইবি ইয়েস গ্রুপের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উক্ত ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান, ড. সুমের আহসান এবং উক্ত ইনস্টিটিউটের টিআইবি ইয়েস গ্রুপের উপদেষ্টা স্যার অধ্যাপক তাপস কুমার বিশ্বাস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষিকা ড. রিফাত আরা বেগম ও সামিয়া জামান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অঙ্গীকার গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও উক্ত গ্রুপের উপদেষ্টা ইমরান হোসেন ভূইয়া, শিক্ষা ও গবেষণা ইনস্টটিউটের অধ্যাপক ও উক্ত গ্রুপের উপদেষ্টা তাপস কুমার বিশ্বাস এবং টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট কো অর্ডিনেটর ইয়াসমীন আরা বেবী।
মানববন্ধনে বক্তৃতাকালে প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশ রক্ষায় সরকার ও সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসার আহবান জানানো হয়। মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিআইবি ইয়েস গ্রুপগুলোর লিডার, কো- লিডার ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন এলাকার প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
পিডিএস/এএমকে