জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতল জবি শিক্ষার্থীর সিনেমা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টে দর্শকপ্রিয়তার পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘HIV Girl’। তিন মিনিটের চলচ্চিত্রটির নির্মাতা রওনাকুর সালেহীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ফিল্ম ফেস্ট ‘ভিডিও কন্টেন্ট ফেস্ট 3 Generation’-এ ফিল্মটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে। যারা তাদের দেশ ও বিশ্বের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ভিউজুয়াল কাজ করেন এবং সুস্থ পৃথিবী গড়তে ও সুস্থ সামাজিক পরিবেশে মানুষকে পরিবর্তনের প্রভাবিত করেন—তাদের ফিল্মগুলোকে এ ফেস্টিভ্যালে পুরস্কৃত করা হয়।
প্রতি বছরের মতো এ বছরও ‘3 Generation’ তাদের উৎসব আয়োজন করলেও ১৪১টি চলচ্চিত্রের মাঝে ১১টি চলচ্চিত্র ফাইনলাইস্ট হলে সেই স্থানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে রওনাকুর সালেহীনের নির্মিত সাড়ে ৩ মিনিটের এক্সপ্রিমেন্টাল চলচ্চিত্র “HIV Girl”। শুধু তাই নয়, সেখানে ১১ টি চলচ্চিত্রের মাধ্যমে দর্শক-পছন্দের পুরস্কার অর্জন করে রওনাকুরের চলচ্চিত্র।
এ চলচ্চিত্রে দেখানো হয়েছে, একজন মেয়ে এইচআইভি আক্রান্ত। যেখানে সে তার নিজের গল্প বর্ণনা করছে পেইন্টিং-এর মাধ্যমে। আর কেন সে এইআইভি আক্রান্ত, তাও বিস্তারিত পেইন্টিং-এর মাধ্যমে ব্যাখা করা হয়। হরর সাফুকেশন বিজিএম এবং অদ্ভুদ সাউন্ড ডিজাইনের মাধ্যমে সাড়ে তিন মিনিট চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। চলচ্চিত্রের পেন্টিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন নুর এ জান্নাত এবং অভিনয়ে ছিলেন তাহামিনা হক এনি। চিত্রনাট্য, চিত্রগ্রহণ, পোস্টপ্রোডাকশন ছাড়াও চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রওনাকুর সালেহীন।
নির্মাতা রওনাকুর সালেহীন বলেন, ‘দেশের বাইরে পুরস্কার অর্জন এটা সত্যি একজন নির্মাতার জন্য অনেক আনন্দের, আর সেটা যদি যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশ থেকে দর্শক অ্যাওয়ার্ড হয় তা সত্যিই আনন্দের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। এবস্ট্রাক এবং এবিউস ফটো পেইন্টিং প্রট্রেটভিত্তিক নির্মিত আমার এ চলচ্চিত্রের ছোট একটা বার্তা হচ্ছে—মানুষ শরীরে নানা রোগ নিয়েও বেঁচে থাকতে পারে, যদি তার মনোবল শক্তি প্রকট থাকে; যদি সেই রোগ এইচআইভিও হয়।’
পিডিএস/মীর