পবিপ্রবি প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৩

পবিপ্রবিতে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ইফতার ও দোয়া মাহফিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ব্যাচ হিসেবে ছিল অনুষদের ৫ম ব্যাচ নোভাস-৫।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক আশিকুর রহমান ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন ওই অনুষদের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, রোজা মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, রোজা হলো এমন এক ধরনের সংযম যা সকল খারাপ আচরণ, অন্যায় কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। এছাড়া তিনি রোজার গুরুত্ব উপলব্ধি করে রোজা ও উপবাসের বিজ্ঞানসম্মত দিকটিও তুলে ধরেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইফতার ও দোয়া মাহফিল,পবিপ্রবি,আইন ও ভূমি প্রশাসন অনুষদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close