জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাবিতে স্বাধীনতা দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬মার্চ) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। দিবসটি উপলক্ষে প্রশাসন ভবন, হল সমূহ ও বিভিন্ন গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হয়। এদিন দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বালন, এক মিনিট প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন, কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
পিডিএস/মীর