জাবি প্রতিনিধি
এটিএন বাংলা অ্যাওয়ার্ড পেলেন জাবি উপাচার্য

শিক্ষা উন্নয়ন ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে।
রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনের ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক উপাচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সোমবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মাননা স্মারক গ্রহণকালে উপাচার্য বলেন, সম্মাননা কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগায়। এটিএন বাংলা কর্তৃক প্রবর্তিত শিক্ষা উন্নয়ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করায় তিনি আনন্দিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।