জবি প্রতিনিধি
জবিতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বাড়াতে মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় মহড়াটি অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অংশগ্রহণ করে। প্রশিক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ও রেঞ্জার ইউনিটের সদস্যরাও অংশগ্রহণ করেন। দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, বাস্তবে কীভাবে আগুন নেভানো হয় ও তার বিভিন্ন কলাকৌশল এবং ভূমিকম্পের সময় নিজেদের জানমাল রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন কৌশল, হতাহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি।
এ সময় কামরুল হাসান বলেন, সাধারণত সব ধরনের দুর্যোগের পূর্বাভাস আমরা পেলেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না। তাই ভূমিকম্পের সময় তাৎক্ষণিক করণীয় কি সে সম্পর্কে আমাদের অবগত থাকা অত্যাবশ্যকীয়। এছাড়া অগ্নিকাণ্ড ঘটার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং দুর্ঘটনাবসত অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আমাদের জানতে হবে।
মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধাপক ড. মোস্তফা কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ফিরোজ উদ্দিন।