আশিকুর রহমান শুভ, ঢাবি
সাইন্সল্যাবের বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থী
ঢাকার এলিফ্যান্ট রোডে সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনতলা ভবনের একটি অংশ ধসে পড়েছে। এতে সেখানে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে। বিস্ফোরণের সময় ওপর থেকে পড়া ভারী বস্তুর আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীর নাম নুরনবী। তিনি ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিন জানান, নুরনবী ভাই বেলা ১১টা ক্লাস শেষ করে টিউশনির উদ্দেশ্যে সাইন্সল্যাবের ওইদিক দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিস্ফোরণে তিনতলা ভবনের একাংশ ধসে পড়ে। এতে কিছু ভারী জিনিসপত্র ওপর থেকে নুরনবী ভাইয়ের শরীরের ওপর পড়ে। এতে তার মাথায় ও পায়ে আঘাত পান। সেখান থেকে উদ্ধারকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে অবস্থানরত আরেক সহপাঠী জানান, আমরা সাইফুল সাইফ ভাইয়ের ফেসবুক পোস্ট দেখে নুরনবীকে শনাক্ত করি। তারপর হাসপাতালে এলে ডাক্তাররা বলে মাথায় আঘাত পাওয়ায় সিটিস্ক্যান করা হয়েছে এখন আশঙ্কামুক্ত। তবে এক্স-রে রিপোর্টে ডান পা ভেঙে গেছে বলে জানান।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে চলে এসেছি। রবিবার বিকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি তবে ডাক্তার তার চিকিৎসা শুরু করেছেন। তার চিকিৎসার ব্যাপারে জহুরুল হক হল পরিবার সর্বোচ্চ সহযোগিতা করে পাশে থাকবে। সবার একান্ত দোয়া কামনা করছি।