শেকৃবি প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২৩

শেকৃবিতে নবীনদের সিট বরাদ্দ, গণরুমে জেষ্ঠরা

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বাদ দিয়ে নবীন শিক্ষার্থীদের হলে তুলে দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি)। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকে দীর্ঘদিন কষ্ট করে গণরুমে থাকলেও তাদের বাদ দিয়ে নবনির্মিত দুটি হলে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উঠিয়ে দিয়েছে শেকৃবি প্রশাসন। এতে জেষ্ঠদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।

জানা গেছে, শেকৃবিতে অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে ৪১ কোটি টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য শেখ সায়েরা খাতুন হল এবং ৩৯ কোটি টাকা ব্যয়ে ছাত্রদের জন্য শেখ লুৎফর রহমান হলের কাজ শেষ হয় বহু আগে। তবে লোকবল সংকটের অজুহাতে চালু করা হয়নি হল দুটি। শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরে গত ডিসেম্বরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও তাতে কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর সংশ্লিষ্ট হল দুটির জন্য কোনো লোকবল নিয়োগ না হলেও গত ২৮ ফেব্রুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশনের দিনই নবীন শিক্ষার্থীদের নতুন হল দুটিতে কক্ষ বরাদ্দ ও সিঙ্গেল সিট দেয় প্রশাসন। জ্যেষ্ঠদের ডাবল বেডে এবং গণরুমে রেখে নবীনদের সিঙ্গেল সিট দেওয়ার এমন কান্ডে সমালোচনার সৃষ্টি হয়; যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

শেখ লুৎফর রহমান হলে গিয়ে দেখা যায়, ১০তলা হলটির ৬তলা পর্যন্ত শিক্ষার্থীরা থাকছেন। প্রতিটি কক্ষে ৪ জন করে প্রথমে ৮১ ব্যাচ (ফ্রেসার) এবং পরে অন্য হলের গণরুমে থাকা ৮০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে কক্ষ বণ্টন করা হয়। অন্যদিকে ৭৯ ব্যাচের বড় একটি অংশ এবং ৭৮ ব্যাচের কিছু শিক্ষার্থী এখনো অন্য হলগুলোতে ডাবলিং (এক খাটে দুজন) করে থাকছেন। এমনকি একটি কক্ষে ৮-১০ জন করে থাকারও তথ্য মিলেছে। একই চিত্র মেয়েদের হলেও।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী এক শিক্ষার্থী লিখেছেন, আমরা ১৯-২০ সেশনে ভর্তি হয়েছি, এখন ৫ম সেমিস্টার শুরু হতে চলেছে। গত তিন বছর যাবৎ কবি কাজী নজরুল ইসলাম হলের ১১৮ ও ১১৯ নম্বর গণরুমে অস্বাস্থ্যকর ও মানবেতর ছাত্রজীবন পার করছি। সিট সংকট সমাধানে সদ্য চালু হওয়া শেখ লুৎফর রহমান হলে গণরুমে থাকা ছাত্রদের স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়। কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন গণরুমে আছি তার সত্যতা যাচাইপূর্বক আমাদের নামের তালিকা প্রকাশ করে। হল প্রশাসনের নির্দেশ মোতাবেক নতুন হালে উপস্থিত হলেও নানা নাটকীয়তার মাধ্যমে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। গণরুমের অন্য সবারই নতুন হলে যাওয়ার সুযোগ হলেও আমাদের হয়নি। তবে ছাত্র ছাত্র কিসের বৈষম্য?

এ ব্যাপারে জানতে চাইলে শেখ লুৎফর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান বলেন, সমস্যা এক দিনে সৃষ্টি হয়নি, কাজেই সমাধানও এক দিনে হাবে না। সবাই সিঙ্গেল সিট পাবে, একটু সময় দিতে হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কামাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, এর বেশি কিছু বলতে পারব না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণরুম,শেকৃবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close